আজ মুখোমুখি হচ্ছে ল্যাজিও এবং এসি মিলান
প্রকাশিত : ০৬:১৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৬:১৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার
ইতালিয়ান ফুটবল লিগ সিরি আ’তে আজ মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট ল্যাজিও এবং এসি মিলান।
ল্যাজিওর মাঠে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় শুরু হবে এই ম্যাচ। এই বছর লিগে প্রথম মোকাবেলায় নিজেদের মাঠে ল্যাজিওর বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিল মিলান। তবে, লিগে ধারাবাহিক নৈপুন্য দেখিয়ে এগিয়ে আছে ল্যাজিও। আগের ২৩ খেলায় ৪৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ল্যাজিরও অবস্থান ষষ্ঠ। অন্যদিকে, সমান খেলায় ৪৩ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে আছে এসি মিলান। ঘরের মাঠের বাড়তি সুবিধা নিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ল্যাজিও। তবে, প্রথম পর্বের ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জয়ের জন্য মুখিয়ে আছে এসি মিলান।