ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি

প্রকাশিত : ১০:১১ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১০:১১ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় নম্বরে উঠলো ম্যানচেস্টার সিটি। শীর্ষে উঠার লড়াইয়ে ম্যাচের প্রথমার্ধে ১-০তে এগিয়ে যায় ম্যান সিটি। ২৯ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ইংলিশ মিডফিল্ডার রাহিম স্টার্লিং। প্রথমার্ধে ১-০ ব্যবধানে বিরতিতে যায় দুদল। পিছিয়ে পরে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে বোর্নমাউথ। তবে, বেশ কিছু আক্রমণ চালালেও সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ৬৯ মিনিটে বোর্নমাউথের ডিফেন্ডার মিংসের আত্তঘাতি গোলে ২-০তে এগিয়ে যায় ম্যান সিটি। এই জয়ে ৫২ পয়েন্টে টেবিলের দ্বিতীয় নম্বরে অবস্থান করছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। আর ২৬ পয়েন্টে বোর্নমাউথ রয়েছে টেবিলের ১৪ নম্বরে।