ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

মাইকেল ফ্লিনকে নিয়ে বিপাকে ট্রাম্প

প্রকাশিত : ১০:১৪ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১০:১৪ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে নিয়ে বিপাকে পড়েছেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে আঁতাতের অভিযোগে ফেঁসে যেতে পারেন ফ্লিন। তর্ক-বিতর্ক আর সমালোচনার মুখে এরই মধ্যে তদন্তে নামছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউজের মুখপাত্র কেলিয়েন কনওয়ে এই তদন্তের বিষয়ে নিশ্চিত করেন। ট্রাম্প শপথ গ্রহনের আগেই যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সেরগেই কিসলিয়াকের সাথে যোগাযোগ করেছেন বলে অভিযোগ উঠে। সে সময় তিনি মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করেছিলেন। এদিকে হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা এখন মাইকেল ফ্লিনের বিরুদ্ধে অভিযোগটির সত্যতা খতিয়ে দেখছেন। শপথ নেওয়ার আগেই বিদেশি কূটনীতিকের সঙ্গে দেশের পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনায় মার্কিন আইনের লঙ্ঘন হয়েছে বলে মনে করা হচ্ছে।