ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন স্টিভেন মিউচিন

প্রকাশিত : ১০:১৫ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১০:১৫ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সাবেক বিতর্কিত ব্যাংকার স্টিভেন মিউচিন। স্থানীয় সময় সোমবার মার্কিন সিনেট তার নাম অনুমোদন করে। স্টিভেন মিউচিন যুক্তরাষ্ট্রের বিনিযোগকারী প্রতিষ্ঠান গোল্ডম্যান শ্যাকস-এ কাজ করতেন। তিনি হলিউডের চলচ্চিত্রে বিনিযোগ করতেন বলেও জানা যায়। মার্কিন নির্বাচনে তিনি ডোনাল্ড ট্রাম্পের ফান্ড সংগ্রহে বড় ভূমিকা রেখেছেন।  তিনি বিভিন্ন সময় তার কাজের জন্য বিতর্কিত ছিলেন। আর এ কারনে তার নিয়োগ নিয়ে হতাশা প্রকাশ করেছে বিরোধিরা। এদিকে নতুন অর্থমন্ত্রীর সামনে কর পরিকল্পনাসহ সরকারের ঋণ সীমা বাড়ানোর মত চ্যালেঞ্জ অপেক্ষা করছে।