ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

ঠাকুরগাঁওয়ে জঙ্গি সন্দেহে প্রধানসহ ৪ জন আটক

প্রকাশিত : ১০:২৮ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১০:২৮ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

ঠাকুরগাঁওয়ে জঙ্গি সন্দেহে প্রধানসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলো, জঙ্গি সন্দেহে কালো তালিকাভুক্ত একটি দলের বিভাগীয় প্রধান পাবনার আটঘারিয়ার ফকরুল ইসলাম বাবু এবং ওই দলের সদস্য ঠাকুরগাঁও সদর উপজেলার আরিফ হোসেন, একই উপজেলার রব্বানী হক ফজলু ও কুষ্টিয়া জেলার মজিবুল ইসলাম মিরন। আটকদের কাছ থেকে জিহাদী বইপত্রসহ ১৪ ধরনের আলামত জব্দ করা হয়েছে। থানায় সন্ত্রাসী মামলা হয়েছে হয়েছে বলে জানিয়েছে পুলিশ।