সংযোগ সেতুর অভাবে চরম দুর্ভোগে রাঙামাটির ৬ হাজার বাসিন্দা
প্রকাশিত : ১০:৩৫ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১০:৩৫ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার
সংযোগ সেতুর অভাবে চরম দুর্ভোগে রাঙামাটি শহরের পুলিশ লাইন এলাকার ৬ হাজার বাসিন্দা। পৌর এলাকার চলাচল করতে হচ্ছে নৌকা দিয়ে। ১০ বছর আগে পুলিশ লাইন ও তবলছড়ি এলাকায় সেতু নির্মানের উদ্যোগ নেয়া হলেও নানা জটিলতায় বন্ধ আছে কাজ।
রাঙামাটি শহরের পুলিশ লাইন এলাকায় প্রায় ৬ হাজার মানুষের বাস। শহরের বিভিন্ন স্থানে যাতায়াতে এ এলাকার মানুষকে নৌকায় করে পাড়ি দিতে হয় কাপ্তাই লেক।
আর রাত ৯ টার পর নৌকা পারাপার বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়তে হয় জনসাধারণকে।
২০০৭ সালে লেকের ওপর সেতু নির্মানের উদ্যোগ নেয় পৌরসভা। কিন্তু ঠিকাদার ও ইজারাদারদের দ্বন্দ্বে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় নির্মান কাজ।
বন্ধ হয়ে যাওয়া কাজ শিগগিরই শুরু করার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র।
দুর্ভোগ থেকে বাঁচাতে দ্রুত সেতুটি নির্মাণের দাবি স্থানীয়দের।