ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

ভালবাসার মানুষটিকে কিডনি দান

প্রকাশিত : ১২:৪০ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১২:৪০ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

প্রকৃত ভালোবাসায় প্রতিদানের প্রত্যাশা থাকেনা। থাকে প্রিয়জনের জন্য ত্যাগের অদম্য ইচ্ছা। সব হারানোর পরও কিছুই না হারানো। ভালোবাসা স্বপ্নজয়ী সংগ্রামী। তাদেরই একজন রাফেজা খাতুন লাইজু। ভালোবেসে বিয়ে, এরপর সুখের সংসার। কিন্তু কিছুদিন পরই স্বামী দেলোয়ার হোসেনের দুটি কিডনিই বিকল হয়ে যায়। ভালোবাসার মানুষটির জীবন রক্ষায় নিজের একটি কিডনি দিয়ে দেন লাইজু। কিন্তু কয়েকবছরের মাথায় এক সন্তান রেখে মারা যান দেলোয়ার। স্বামীর স্মৃতি আর ছেলের প্রতি দুর্নিবার ভালোবাসায় আর সংসারি হননি তিনি। তার একটাই চাওয়া- একটাই স্বপ্ন, ছেলে লাবিব মানুষের মত মানুষ হবে। আর মমতাময়ী এই মায়ের মত সন্তানও মনে করে ভালোবাসার বড় অর্জন ত্যাগে।