ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

শরীয়তপুরে ‘হোম কোয়ারেন্টাইনে’ ১৪৯ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৯ পিএম, ১৩ মার্চ ২০২০ শুক্রবার

শরীয়তপুরে করোনা ভাইরাস থেকে সতর্ক থাকার কারণে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৪৯ জন। ইতালিতে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় নানা শঙ্কা আর দুশ্চিন্তায় রয়েছে জেলার ইতালি প্রবাসীদের পরিবার। সম্প্রতি ইতালি ফেরত ১৪৯ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনির হোসেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শরীয়তপুরের প্রায় দেড় লক্ষ মানুষ ইতালি প্রবাসী। সরকারের আরেক হিসেবে বলা হয়েছে, শরীয়তপুর জেলায় ১ লক্ষ ৬২ হাজার লোক প্রবাসে রয়েছে। এদের মধ্যে নড়িয়া উপজেলায় ইতালী প্রবাসী সবচেয়ে বেশি। নড়িয়া উপজেলার নালতা গ্রাম পরিচিতি পেয়েছে ইতালি গ্রাম নামে। ইতালিতে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় দুশ্চিন্তা আর অজানা শংকায় ভেঙ্গে পড়েছে ইতালি প্রবাসী পরিবারের সদস্যরা।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনির আহম্মদ খান বলেন, ‘সম্প্রতি ইতালি থেকে শরীয়তপুরে ফিরে আসা ১৪৯ জন প্রবাসীকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।’

এমএস/এসি