ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

কুমিল্লায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উদ্যোগে দশম জাতীয় সম্মেলন 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ১৩ মার্চ ২০২০ শুক্রবার

“লুটপাটের বিরুদ্ধে করো লড়াই, বাঁচার জন্য রেশন-পেনশন-কাজ-মজুরি পূর্ণ ট্রেড ইউনিয়ন অধিকার চাই”  স্লোগানে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উদ্যোগে দশম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও বাংলাদেশ কমিনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। 

সোহেল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান পরেশ কর, প্রধান বক্তা সাবেক সভাপতি শামছুজ্জামান সেলিম, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা, ভারতীয় ক্ষেতমজুর ইউনিয়ন ফেডারেশনের ন্যাশনাল সেক্রেটারী কমরেড ভিজেন্দ্র সিং, অল ইন্ডিয়া ওয়ার্কাস ইউনিয়নের সহ-সভাপতি কমরেড অমিয় পাত্র প্রমূখ। 
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি কান্দিপাড় থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। 

দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ক্ষেতমজুর সমিতির নেতা-কর্মীগণ বিভিন্ন ব্যানারে সমাগম হয়।

আরকে//