ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

করোনা ভাইরাস মহামারির কেন্দ্রবিন্দুতে ইউরোপ: ডাব্লিউএইচও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ১৪ মার্চ ২০২০ শনিবার | আপডেট: ১০:০১ এএম, ১৪ মার্চ ২০২০ শনিবার

ডাব্লিউএইচও’র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়াসিস- পার্স টুডে

ডাব্লিউএইচও’র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়াসিস- পার্স টুডে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বলেছে, ইউরোপ করোনা ভাইরাস মহামারির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ডাব্লিউএইচও’র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়াসিস গতকাল শুক্রবার আন্তর্জাতিক এক গণমাধ্যমকে এ কথা বলেছেন। পার্স টুডে’র। 

তিনি বলেন, ‘করোনা ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী পাঁচ হাজারের বেশি মানুষ মারা যাওয়া একটি করুণ মাইলফলক।’ চীনের পর করোনা ভাইরাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে ইউরোপের দেশগুলোকে। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে বিশ্ব মহামারি ঘোষণা দেয়।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের ১৩০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। এতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৭৪ জনের। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৮৩ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৯২০ জন।

ইউরোপের দেশ ইতালিতে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে এ ভাইরাস। ইতালিতে এখন পর্যন্ত ১৭ হাজার ৬৬০ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ২৬৬ জন। সমান তালে পাল্লা দিয়ে ইউরোপের অন্যান্য দেশগুলোতে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

এমএস/