ঢাকা, শুক্রবার   ০৭ জুন ২০২৪,   জ্যৈষ্ঠ ২৪ ১৪৩১

আশকোনা থেকে উত্তর ও দক্ষিণখানে গ্যাসের চরম সঙ্কট

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১২:৪৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

বিমানবন্দর সংলগ্ন আশকোনা থেকে উত্তর ও দক্ষিণখানে গ্যাসের চরম সঙ্কট গেল দু’বছর। এই মুহূর্তে রাজধানীর মিরপুর, পুরোন ঢাকা, যাত্রাবাড়িসহ আরও অনেক এলাকাতেই চলছে গ্যাসের সমস্যা। তবে মুখ খুলতে নারাজ তিতাস। ধারণা করা হচ্ছে শীত পেরুলে সঙ্কট কমবে কিছুটা। গ্যাস সঙ্কটের খবর পেয়ে হাজী ক্যাম্প আর আশকোনায় গেলে দীর্ঘদিনের ভোগান্তির কথা বলতে আসেন এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। একদিন-দ’ুদিন কিংবা ছয়-সাত মাস নয়- বছরের পর বছর ধরে গ্যাসের দেখা নেই দক্ষিণখান, উত্তরখান, আব্দুল্লাহপুরসহ টঙ্গীর একাংশে। আবার শেওড়াপাড়া, দক্ষিণবিশিল, পুরান ঢাকার ওয়ারী, আগামসি লেনসহ বিভিন্ন এলাকার অবস্থা আরও খারাপ। গভীর রাতে দেখা মিললেও এক ঘন্টা বাদে নিভে যায় রান্নার চুলা। অনেক বাড়িতেই এখন মাটির চুলা বানানোর ধুম লেগেছে। কারও’বা রান্না হচ্ছে বাড়ির ছাদে লাকড়ির চুলায় কিংবা কেরোসিন স্টোভে। গ্যাসের এই লাগাতার সমস্যা নিয়ে কথা বলতে নারাজ তিতাস কর্তৃপক্ষ। ধারণা দিলেন শীতের শেষে কিছুটা কমবে। রাজধানীর মানুষের দাবি, রান্নার গ্যাস দেয়া বন্ধ করলে মাসিক বিল পদ্ধতিও বাদ দেয়া হোক।