বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী
প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৮:৩৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার
বিশ্বব্যাংক আইনের ঊর্ধ্বে নয়, তবে চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তবে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্থরা, আইনের সহায়তা নিতে পারেন বলে মন্তব্য করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ল’ রিপোর্টার্স ফোরামের মিট দ্য প্রেস অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধে ড. ইউনূস জড়িত। কানাডার আদালতে এই মামলার সাক্ষীদের জবানবন্দিসংক্রান্ত যে তথ্য দুদকের কাছে তার প্রকাশেরও অনুরোধ জানান তিনি।