ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

করোনা ভাইরাস পরীক্ষা করাবেন ট্রাম্প 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩১ পিএম, ১৪ মার্চ ২০২০ শনিবার

সংবাদ সম্মেলনে কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প- নিউইয়ার্ক টাইমস

সংবাদ সম্মেলনে কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প- নিউইয়ার্ক টাইমস

শ্রীঘই করোনা ভাইরাসের মেডিকেল পরীক্ষা করাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি। 

৭৩ বছর বয়সী ট্রাম্প প্রথমে করোনা টেস্টের বিপক্ষে থাকলেও পরে মেডিকেল পরীক্ষা করার পক্ষে সম্মতি জানিয়েছেন। করোনার কোন ধরণের লক্ষণ ছাড়া টেস্ট করা উচিত নয় বলে মনে করেন তিনি। তবে এক পর্যায়ে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখে করোনার টেস্ট করাতে রাজি হয়েছেন তিনি।

নিজের মনের সান্তনার জন্য খুব শ্রীঘই সময় বের করে করোনা টেস্ট করবেন বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে করোনায় আক্রান্ত একজনের সংস্পর্শে ছিলেন এমন কোন কারণে তিনি টেস্ট করাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো ও তার একজন সহকারীর সাথে সাক্ষাত করেন ট্রাম্প। 

এমএস/