ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

যাবজ্জীবন কারাদন্ড আমৃত্যু কারাবাস করতে হবে বলে মনে করেন প্রধান বিচারপতি

প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৮:৩৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামীদের আমৃত্যু কারাবাস করতে হবে বলে মনে করেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। একটি হত্যা মামলার আপিলের রায়ের সময় প্রধান বিচারপতি একথা বলেন। তবে কারাগারে ভালো আচরন করলে কোনো কেনো ক্ষেত্রে কারাবাসের মেয়াদ কমানোর সুযোগ আইনে রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ২০০১ সালে সাভারে এক ব্যক্তিকে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদন্ড দেন দ্রুত বিচার আদালত। যা হাইকোর্টে আপিলেও বহাল থাকে। এরপর মামলাটি চূড়ান্ত নিষ্পত্তির জন্য যায় আপিল বিভাগে। মঙ্গলবার আপিল বিভাগের রায়ে তিন আসামীর মৃত্যুদন্ড মওকুফ করে যাবজ্জীবন কারাদন্ড দেন সর্বোচ্চ আদালত। এ সময় আদালতে প্রধান বিচারপতি বলেন, যাবজ্জীবন কারাদন্ড মানে আমৃত্যু কারাবাস। পরে বিষয়টি সংবাদ মাধ্যমকে অবহিত করেন অ্যাটর্নি জেনারেল। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যাবজ্জীবন দন্ডের বিষয়ে কথা বলেন আইনমন্ত্রী। বিচারবিভাগ স্বাধীন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, নিম্ন আদালতের বিচারকদের চাকরি সংক্রান্ত বিধিমালায় দ্রত গেজেট আকারে প্রকাশ করবে মন্ত্রণালয়। আর উচ্চ আদালতে বিচারপতিদের নিয়োগের আইনের খসড়া তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।