কক্সবাজারে পুলিশের সথে বন্দুকযুদ্ধে সাত্তার বাহিনী প্রধান নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার
প্রকাশিত : ০৬:২১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:২১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার
কক্সবাজারে পুলিশের সথে বন্দুকযুদ্ধে অস্ত্র বাণিজ্যের হোতা সাত্তার বাহিনী প্রধান নিহত হয়েছে। এসময় পুলিশের ১১ সদস্য আহত হয়। উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মহেশখালীর কেরুনতলীর পাহাড়ী এলাকায় অভিযান সময় সাত্তার বাহিনীর সদস্যরা গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে পাহাড়ের দিকে পালিয়ে যায় তারা। পরে গুলিবিদ্ধ বাহিনী প্রধান আবদুস সাত্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাত্তার এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। এদিকে মাতারবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় ৩ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৮টি অস্ত্র ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।