চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে কয়েকটি সেমি পাকা ঘর
প্রকাশিত : ০৬:২২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:২২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার
চট্টগ্রামের মুরাদপুরের মোহাম্মদপুরে আগুনে পুড়ে গেছে কয়েকটি সেমি পাকা ঘর।
ফায়ারসার্ভিস জানান, মঙ্গলবার দুপুরে অগ্নিকান্ডের খবর পেয়ে চন্দনপুরা, কালুরঘাট ও বায়েজিদের ৪টি ইউনিটের ৮টি গাড়ি দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। আগুনে প্রায় ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।