ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ আটক ২

প্রকাশিত : ০৬:১৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:১৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

খাগড়াছড়ির পানছড়িতে অস্ত্র ও গুলিসহ দুই জনকে আটক করেছে যৌথবাহিনী। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ভোরে পানছড়ি উপজেলা সদরের নাপিতাপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় উদ্ধার করা হয়,  ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় এলজি, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ১ সেট সেনা পোশাক। আটক দু’জনই আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ-এর সক্রিয় সদস্য। এদিকে, ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে বাধা দেয়ার জন্য তাদের অন্যায়ভাবে তাদের আটক করা হয়েছে বলে দাবি করেছে ইউপিডিএফ।