খাগড়াছড়িতে বসন্তবরণ উৎসব উদযাপন
প্রকাশিত : ০৬:১৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:১৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার
খাগড়াছড়িতে বসন্তবরণ উৎসব উদযাপিত হয়েছে।
সোমবার বিকেলে খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে পলাশ তলায় এই উৎসবের আয়োজন করা করা হয়। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমী বিষয়ক কমিটির আহবায়ক খগেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লে. কর্ণেল জি এম সোহাগ, সাহিত্যিক গবেষক প্রভাংশ ত্রিপুরাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান। পরে স্থানীয় শিল্পীরা নাচ ও গান পরিবেশন করে।