ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ বাড়াতে আরও বেশী দৃষ্টিহীদের বই প্রকাশনার দাবি

প্রকাশিত : ০৮:২০ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৮:২০ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

দৃষ্টি প্রতিবন্ধীরাও পড়তে পারে। আছে জ্ঞান অর্জনের অদম্য ইচ্ছা। কিন্তু মাধ্যমিকের পর উচ্চ শিক্ষার জন্য শিক্ষা ব্যবস্থায় নেই অন্ধদের জন্য পাঠ্য কার্যক্রম। তাই উচ্চ শিক্ষা  অর্জনের সুযোগ  বাড়াতে আরও বেশী দৃষ্টিহীদের বই প্রকাশনার দাবি। মেয়েটির নাম রিপা তাবাসসুম। দৃষ্টিহীন। হাতের আঙুল দিয়ে হাতড়ে গোটা গোটা অক্ষর উপলব্ধি করে পাশ করেছে মাধ্যমিক পরীক্ষায়। তার মতো আইরিনও। পড়ায় তার আগ্রহ অসীম। পাঠ্য বইয়ের বাইরে তার জানতে ইচ্ছে হয় আলোকিত পৃথিবীর অজানা অনেক কিছুই। একুশের গ্রন্থমেলায় দৃষ্টিহীনদের পাঠদান এবং শিক্ষার আয়োজন করেছে ব্রেইল প্রকাশনী। তাদের দাবি, দেশের সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত অন্ধদের সুবিধা রাখার। নতুন ডাক টিকেট আর এক সময়ের বহুল প্রচলিত হলুদ খাম নিয়ে পসড়া সাজিয়েছে ডাকঘর। হারিয়ে যাওয়া চিঠিপত্রের ব্যবহার এখনো ভীষণ টানে অনেকের। একুশে গ্রন্থমেলায় এমন ব্যতিক্রমী উদ্যোগ হারিয়ে যাওয়া সংস্কৃতিকে ফিরিয়ে আনবে, এমন প্রত্যাশা সবার।