ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

বিশ্ব ভালোবাসা দিবস আজ

প্রকাশিত : ০৮:১৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৮:১৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

আজ বিশ্ব ভালোবাসা দিবস। নানা বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের আনুষ্ঠানিক দিন আজ। সবার প্রত্যাশা, শুধু বিশেষ এই দিনটিতে নয়, প্রতিটি দিনই ভালোবাসার রঙ ছড়িয়ে পড়–ক সবার মনে। দিবসটিকে উযদাপন করেছেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। ধর্ম প্রচারের অভিযোগে ২শ’ ৬৯ খ্রিস্টাব্দে ইতালীর রোমে খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইনসকে বন্দী করে রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস। ১৪ই ফেব্রুয়ারি তাকে হত্যার পর দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে ঘোষণা করেন পোপ সেন্ট জেলাসিউও প্রথম জুলিয়াস। সেই থেকে উদযাপিত হচ্ছে দিবসটি। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে অনুষ্ঠান বা আয়োজনের কমতি নেই রাজধানীতে। ৬০০ গোলাপ দিয়ে এবং শোভাযাত্রার মাধ্যমে ভালবাসা দিবস উদযাপন করেছেন নারায়ণগঞ্জের এক নারী কাউন্সিলর। ভালবাসা দিবস উপলক্ষে রাঙামাটিতে ওয়ান বিলিয়ন রাইজিং-এর আয়োজনে মোনঘর আবাসিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীরা ব্যতিক্রমধর্মী নাচের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের দাবী জানায়। এদিকে ঝিনাইদহের বিভিন্ন বিনোদন কেন্দ্রে তরুন-তরুনী-সহ সব বয়সী মানুষের উপচে পড়া ভীড়। এদিকে পুলিশ শুধু আইন আর নৈতিকতার কথা বলেনা, পুলিশের হৃদয়ে ভালোবাসা আছে এমন স্লে­াগানের মধ্য দিয়ে ফুল বিতরণ করেছে মেহেরপুর জেলা পুলিশ।