ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

পদত্যাগ করলেন ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন

প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৮:৪৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

রাশিয়ার সঙ্গে আঁতাত নিয়ে তোপের মুখে পদত্যাগ করলেন ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। এক মাস পূর্ণ হওয়ার আগেই পদ ছাড়তে বাধ্য হলেন তিনি। আঁতাত ছাড়াও মুসলিমবিদ্বেষসহ বিভিন্ন ইস্যুতে বিতর্কিত ছিলেন তিনি। অন্তর্বতীকালীন সময়ের জন্য নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জোসেফ কেইথ কেলোগকে। অবশেষে একটা ফোনকলই কাল হল ফ্লিনের জন্য। কালোদের প্রতি নিগ্রহ, মুসলমানদের প্রতি বিদ্বেষ কিংবা নারীদের প্রতি অপমানজনক উক্তি করে উৎরে গেলেও ফেঁসে গেলেন রুশ আঁতাতের অভিযোগে। বিতর্কের মুখে পদত্যাগ করলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। দায়িত্ব গ্রহণের আগেই রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার প্রমাণ ছিল সিআইএর কাছে। স্থানীয় সময় মঙ্গলবার এক মাস পূর্ণ হওয়ার আগেই পদত্যাগপত্র জমা দেন ফ্লিন। গেল মাসে ঐ ফোনালাপের ব্যাপারে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিলে নজরদারিতে পড়েন এই জেনারেল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার রুশ-আঁতাতে বেকায়দায় পড়ে যান প্রেসিডেন্ট ট্রাম্পও। পরিস্থিতি সামাল দিতে যাচাইয়ের ঘোষনা দেন তিনি। ফ্লিনের উপর চাপ বেড়ে যায় আরও বেশি। পদত্যাগপত্রে  প্রেসিডেন্ট  ও ভাইস প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন ফ্লিন। শপথ নেওয়ার আগেই বিদেশি কূটনীতিকের সঙ্গে দেশের পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করায় দুঃখ প্রকাশ করেন তিনি। এদিকে ফ্লিনের স্থলে অন্তর্বতীকালীন নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে  জোসেফ কেইথ কেলোগকে। তবে ফ্লিন-কেলেঙ্কারিতে তৈরি বেসামাল পরিস্থিতিতে ট্রাম্প কিছুটা ব্যাকফুটে যেতে বাধ্য হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা