ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে রাজধানীতে ৬ জনকে আটক

প্রকাশিত : ০৮:৪৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৮:৪৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে রাজধানীতে ৬ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়,মোবাইল অ্যাপসের মাধ্যমে অত্যাধুনিক উপায়ে পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র পৌঁছে দেয় তারা। বিকাশের মাধ্যমে টাকা নেয়া হয়েছে বলেও জানায় ডিবি। এদিকে স্কুল ফাঁকি দিয়ে ঘোরাফেরা করলে শিক্ষার্থীদের থানায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে, পুলিশ। এএসসির প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের ধরতে সোমবার রাতে রাজধানীর বিভিন্নস্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অাটক করা হয় ৬ জনকে। তাদের কাছ থেকে বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, ম্যাসেঞ্জারের মাধ্যমে পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে তারা, আর টাকার লেনদেন হয় বিকাশের মাধ্যমে। প্রশ্নপত্র ফাঁসে বিজি প্রেসের কেউ জড়িত থাকতে পারে এমন ইঙ্গিত করে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। একই সংবাদ সম্মেলনে স্কুল ফাঁকি দেয়া শিক্ষার্থীদের কঠোর নজরদারির মধ্যে আনার কথা জানিয়েছেন, পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার। এসময় শিক্ষার্থীদের উপর নজরদারির বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের আরো সজাগ হওয়ার আহ্বান জানান তিনি।