৪০ হাজার দৃষ্টি প্রতিবন্ধী শিশু বঞ্চিত হচ্ছে মায়ের ভাষার সঠিক শিক্ষা থেকে
প্রকাশিত : ১০:৫৪ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৪:৩৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
শত শহীদের রক্তের বিনিময়ে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলা। কিন্ত ভাষা আন্দোলনের ৬৫ বছর পরেও দেশের প্রায় ৪০ হাজার দৃষ্টি প্রতিবন্ধী শিশু বঞ্চিত হচ্ছে মায়ের ভাষার সঠিক শিক্ষা থেকে। ভাষা সংগ্রাম কিংবা মুক্তিযুদ্ধে বিজয়ের গল্প ওরা জানে, কিন্তু এ নিয়ে ব্রেইল পদ্ধতির বই না থাকায় পড়তে পারে না ওরা।
বন্ধু চোখে দেখে না । তাতে কি! ক্লাশ থ্রীর ছোট্ট তানহা হাত বাড়ায় ওর দৃষ্টিহীন বন্ধুর দিকে।
সাদা, হলুদ লাল রঙ চেনেনা মাহিয়া, জিদ্দী। চেনে শুধু কালো রঙ। আর তাই বুঝি কালো মেঘের ওপরে সূর্য দেখতে চাইল সিতাম। আর রাইসা দেখতে চায় সবুজ প্রকৃতি।
সেতুর ইচ্ছে অনেক বই পড়ার কিন্তু ব্রেইল পদ্ধতিতে তেমন বই নেই বলে পড়তে পারেনা। এরই মাঝে স্বপ্ন দেখে শিক্ষক, ব্যারিষ্টার হওয়ার।
শিক্ষকরা বলেন, ভাষা শেখার অধিকার প্রতিটি মানুষের জন্মগত। আর তাই দৃষ্টি প্রতিবন্ধী এসব শিশুদের জন্য মানবিকতা নিয়ে সবার এগিয়ে আসা দরকার।
ব্রেইল পদ্ধতিতে প্রথম শিশুদের জন্য বই বের করেছেন লেখক নাজিয়া জাবিন। তার মতে ওরা দৃষ্টিহীন নয়। ওরা দৃষ্টিজয়ী মানুষ। ভাষার মাসে দৃষ্টি জয়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
আর কদিন পরেই একুশে ফেব্র“য়ারী। আর এজন্য ব্যস্ত এসব ক্ষুদে শিক্ষার্থীরা, সব দ:ুখ ভুলে গাইতে চায় ভাষার গান। ওদের কোমল গলায় গাওয়া গানের সুর ভেসে বেড়াক আকাশে বাতাসে-এমনটাই প্রত্যাশা সবার।