বাগেরহাটে মানসম্মত রেনু পোনার অভাবে চিংড়ি চাষীরা ক্ষতিগ্রস্ত
প্রকাশিত : ১০:৫৪ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ১০:৫৪ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার
বাগেরহাটে মানসম্মত রেনু পোনার অভাবে গলদা চিংড়ি চাষীরা কাঙ্খিত উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছেন। প্রাকৃতিক উৎস থেকে পোনা আহরণ বন্ধ থাকায় হ্যাচারীর অপুষ্ট রেনু পোনা চাষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষীরা। বাগেরহাট জেলায় ২১ হাজার হেক্টর জমিতে ১৮ হাজার গলদা চিংড়ি ঘের রয়েছে। আর এসব ঘেরে প্রত্যক্ষভাবে জড়িত প্রায় ২৫ হাজার চাষী।
বাগেরহাটসহ দক্ষিনাঞ্চলে সবচেয়ে বেশি পরিমানে গলদা চিংড়ির চাষ করা হয়। এসব এলাকায় চিংড়ি চাষীদের প্রতি বছর ৫শ’ থেকে ৬শ কোটি রেনু পোনার চাহিদা রয়েছে।
ন্যুনতম সরবরাহ না থাকায় দিন দিন চাষীরা গলদা উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন। বেসরকারী হ্যাচারী থেকে উৎপাদিত অপুষ্ট ও মানহীন পোনা চাষ করে ক্ষতিগ্রস্তও হচ্ছেন চাষীরা।
এদিকে, হ্যাচারীগুলোর চাহিদা অনুযায়ী রেনু সরবরাহ করতে না পারাকে সমস্যার কারণ বলে মনে করছে মৎস্য বিভাগ।
সাদাসোনা খ্যাত চিংড়ি শিল্প টিকিয়ে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করছেন এ অঞ্চলের চাষীরা।