জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই
প্রকাশিত : ১০:৩৬ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ১০:৩৬ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার
চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে শেষ ষোলর প্রথম লেগের খেলায় ডি মারিয়ার জোড়া গোলে জায়ান্ট বার্সেলোনাকে ৪-০ বিধ্বস্ত করেছে প্যারিস সেইন্ট জার্মেই।
দুই জায়ান্টের লড়াইয়ে ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য ছিল পিএসজির। ১৮ মিনিটে দলের আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া গোল করে সূচনা করেন। প্রথমার্ধের পাঁচ মিনিটে আগে ড্র্যাক্সলার আরো একটি গোল করে ব্যবধান বাড়ান। বিরতির পরও ছন্দপতন হয়নি স্বাগতিকদের। ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন ডি মারিয়া। ৭১ মিনিটে এডিনসন কাভানি চতুর্থ গোল করলে দারুন জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিস সেইন্ট জার্মেই। এই হারে দ্বিতীয় লেগের খেলায় বড় জয় ছাড়া শেষ আটে যাওয়া সম্ভব হবেনা। দিনের অন্য ম্যাচে বরুশিয়া ডটমুন্ডকে ১-০ গোলে হারিয়েছে বেনফিকা।