ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

লঁরা স্পোর্টসম্যান অব দ্যা ইয়ার পুরষ্কার পেয়েছেন উসাইন বোল্ট

প্রকাশিত : ১০:২৭ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ১০:২৭ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার

এই বছর মর্যাদাবান লঁরা স্পোর্টসম্যান অব দ্যা ইয়ার পুরষ্কার পেয়েছেন কিংবদন্তী স্প্রিন্টার উসাইন বোল্ট। মঙ্গলবার ফ্রান্সের মোনাকোতে জমকালো অনুষ্ঠানে বোল্টের হাতে এই পুরষ্কার তুলে দেয়া হয়। অলিম্পিকের ৫ হাজার মিটার ও ১০ হাজার মিটারে স্বর্ণ জয়ী অ্যাথলেট মো ফারাহ, রিয়াল মাদ্রিদেও ক্রিশ্চিয়ানো রোনালদো, অলিম্পিক টেনিসে স্বর্ণ জয়ী অ্যান্ডি মারেকে পেছনে ফেলে এই অ্যাওয়ার্ড জিতেন বোল্ট। ৮ বারের অলিম্পিক স্বর্ণ পদক জয়ী বোল্ট গত বছরের অলিম্পিক গেমসে ১০০ ও ২০০ মিটারের স্প্রিন্টের পাশাপাশি ৪ গুনিতক ১০০ মিটার রিলেতেও স্বর্ণ জিতেন। এদিকে, লঁরা কামব্যাক অ্যাওয়র্ড জিতেছেন সাঁতারু মাইকেল ফেলপস। আর সাইমন বাইলস জিতেছেন স্পোর্টসম্যান অব দ্যা ইয়ার।