ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

পাবনায় বন্দুক যুদ্ধে সর্বহারা গ্রুপের প্রধান নিজাম নিহত

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ১২:৫৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার

পাবনায় বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সর্বহারা গ্রুপের প্রধান জাহিদ ওরফে নিজাম নিহত হয়েছে। বেড়া উপজেলার আমিনপুর থানার ঢালারচড়ে, ভোররাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিজাম মারা যায়। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢালারচড়ে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশের উপর গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে পিছু হটে সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থল থেকে নিজামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।  নিহতের বিরুদ্ধে পুলিশহত্যাসহ ১৩ টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।