ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

রিভিউ আবেদন করবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এটিএম আজহার 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১২:১০ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করবেন কারাগার সূত্রে জানা গেছে। 

সোমবার আপিল বিভাগের দেয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত পরোয়ানার অনুলিপি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে এসে পৌঁছায়। আজ মঙ্গলবার সকালে তাকে পূর্ণাঙ্গ রায় পড়ে শোনানো হলে তিনি রিভিউ আবেদন করবেন জানান।  

২০১৪ সালের ৩০ ডিসেম্বর ট্রাইব্যুনালে আজহারের বিরুদ্ধে আনা ৬টি অভিযোগের মধ্যে ৫টি প্রমাণিত হয়। এরমধ্যে গণহত্যা, হত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় তিনটি অভিযোগে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়। ধর্ষণ, অপহরণ ও নির্যাতনের দুটি ঘটনায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

দণ্ডাদেশের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম। শুনানি শেষে ৩১ অক্টোবর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ আপিল আংশিক মঞ্জুর করে সংখ্যাগরিষ্ঠের রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখেন। ফলে এটিএম আজহারুল ইসলামকে ফাঁসিকাষ্ঠেই যেতে হচ্ছে। 

গত রোববার এই জামায়াত নেতার মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ আপিল বিভাগের চার বিচারপতির স্বাক্ষরের পর ২৪৫ পৃষ্ঠার রায় প্রকাশ করা হয়। 

নিয়মানুযায়ী এখন শুধু ১৫ দিনের মধ্যে এ রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ পাবেন আজহার। বর্তমানে তাকে কাশিমপুর-২ কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে। 

এআই/