ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

করোনায় লকডাউন ফ্রান্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার

করোনাভাইরাসের থাবা এখন বিশ্বব্যাপী। কোনো দেশ এর সংক্রমণ থেকে বাদ যাচ্ছে না। করোনা থেকে বাঁচতে এবার ফ্রান্সে স্কুল, কলেজ, বাজার, বাণিজ্যিক প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে।

এছাড়া বৃহস্পতিবার থেকে হংকং-এ নয়া নিয়ম জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, এই শহরে যারাই প্রবেশ করবে, ন্যূনতম ১৪ দিনের জন্য কোয়রান্টিন বাধ্যতামূলক। কম্বোডিয়ায় নতুন করে ১২ জন আক্রান্ত হয়েছেন।

সারা বিশ্বে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও কিছুটা স্বস্তির খবর দিয়েছে আমেরিকা। পরীক্ষামূলক ভাবে করোনার প্রতিষেধক টিকার প্রয়োগ শুরু করে দিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিশ্বে মৃত বেড়ে দাঁড়িয়েছে ৭১৭১। আক্রান্ত ১ লক্ষ ৮২ হাজার ৬০৮ জন। তবে তার মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৭৯ হাজার ৮৮৩ জন। ফিলিপিন্সে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। ইউরোপের সমস্ত ইতিমধ্যে সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। 

এসি