ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

সেরা করদাতা হিসাবে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড প্রদান করেছে এনবিআর

প্রকাশিত : ০৭:১৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৭:১৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার

সেরা করদাতা হিসাবে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। দুপুরে রাজস্ব ভবনে এক অনুষ্ঠানে ব্যারিস্টার রোকনউদ্দীন মাহমুদ,ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস, ব্যারিস্টার তানজিবুল আলম, অভিনেতা সুর্বণা মুস্তফা ও আফজাল হোসেনসহ ৫জনের হাতে ট্যাক্স কার্ড তুলে দেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। এসময় উন্নয়নের স্বার্থে সার্মথ্যবানদের নিয়মিত করদানে আহ্বান জানান সেরা করদাতারা।