ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

রাবিতে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বক্তৃতা প্রতিযোগিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবিতে) আয়োজন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা।

মঙ্গলবার (১৭মার্চ) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলে এই প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়। উক্ত প্রতিযোগিতায় হলের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

উক্ত অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসি'র) পরিচালক প্রফেসর ড. হাসিবুল আলম প্রধান ও নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ ড.মো. একরাম হোসেন।

তাছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন-শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. আরিফুল ইসলাম, শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ ড. মো.জুলকারনাইন ও রহমতুন্নেসার প্রাধ্যক্ষ প্রফেসর ড.রোকসানা বেগম।

উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের পর সন্ধ্যায় এক  মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে বঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটার মধ্য দিয়ে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

কেআই/