বিএনপি জামাতের আগুন সন্ত্রাস ও বোমা হামলার শিকারদেরকে আর্থিক অনুদান
প্রকাশিত : ০৪:৪২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৪:৪২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার
২০১৪ সালে বিএনপি জামাতের আগুন সন্ত্রাস ও বোমা হামলার শিকার স্কুলছাত্র অনিক ও হৃদয়-সহ অন্যান্যদেরকে আর্থিক অনুদানের চেক প্রদান।
বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ের শিমুল অডিটোরিয়ামে তিনি এই অনুদান আহতদের স্বজনদের হাতে তুলে দেন। এসময় তিনি আহতের পড়ালেখা ও আর্থিক অবস্থার খোঁজ-খবর নেন। এবং ট্রমা কাটিয়ে উঠতে অভিভাবকদের সবসময় পাশে থাকারও পরামর্শ দেন তিনি। ২০১৪ সালের তান্ডবে আহতদের ধারাবাহিক অনুদান প্রদানের অংশ হিসেবেই আজকের এই আয়োজন আর তা অব্যাহত থাকবে বলেও জানান শেখ হাসিনা।