বিশ্বব্যাংকের কাছে আট হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে ১৪ দল
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৫:৩০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার
দুর্নীতির মিথ্যা অভিযোগে পদ্মা সেতুর নির্মাণ কাজ বিলম্বিত হওয়ায় বিশ্বব্যাংকের কাছে আট হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে ১৪ দল।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম অভিযোগ করেন, ডক্টর ইউনুস পদ্মাসেতুর অর্থায়ন বন্ধের ষড়যন্ত্রে জড়িত ছিলেন। এজন্য তাকে জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়াসহ ১৪ দল নেতারা।