ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

কোয়ারেন্টাইনে গেলেন ৩০ বিচারক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

বিদেশ থেকে ফিরে হোম কোয়ারেন্টাইনে গেছেন দেশের বিভিন্ন বিচারিক আদালতের ৩০ জন বিচারক। অস্ট্রেলিয়ায় দুই সপ্তাহ প্রশিক্ষণ শেষে তারা গত ১৫ মার্চ দেশে ফিরেছেন। দেশে আসার পরই তাদের নিজ নিজ বাড়িতে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন রাখার সিদ্ধান্ত নেয় আইন মন্ত্রণালয়।

আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ড. রেজাউল করিম জানান, গত ১৫ মার্চ ঐ বিচারকরা দেশে ফেরার সঙ্গে সঙ্গে তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সে দিন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

জানা যায়, প্রশিক্ষণ শেষে ১৫ মার্চ রাতে বরিশাল জেলা ও দায়রা জজ রফিকুল ইসলামসহ অপর বিচারকরা দেশে ফিরে আসেন। বুধবার সকাল ১০টায় এজলাসে ওঠেন রফিকুল ইসলাম। ঘণ্টাখানেক বিচার কাজ সম্পাদনের পর শরীরটা ভালো লাগছে না বলে এজলাস থেকে নেমে যান। এ সময় আগামী ১৪ দিন তিনি হোম কোয়ারেন্টাইনে থাকবেন এবং এই সময়ে প্রথম অতিরিক্ত জেলা জজ তার আদালতের কার্যক্রম পরিচালনা করবেন বলে ঘোষণা করেন ও তার সরকারি বাসায় চলে যান।

এদিকে ভারত থেকে ১৬ মার্চ ফিরে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসও হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

এমএস/এসি