রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের একটি প্রতিনিধিদল
প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৬:৫৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার
রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের একটি প্রতিনিধিদল।
১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাবেক ব্রিটিশ মন্ত্রী এবং লেবার পার্টির শ্যাডো কেবিনেটের হুইপ ড্যাপ রোজি উইন্টার টন। প্রতিনিধিদলের সদস্যরা ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া ইস্যু নিয়ে আলোচনা করেন। আগামী দিনগুলোতে শ্রম ইস্যুতে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তারা।