ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

রাজধানীর গাবতলীতে অসাধু কর্মকর্তাদের অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে তৃতীয় দিনের মত ধর্মঘট চলছে

প্রকাশিত : ০৭:১৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৭:১৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার

রাজধানীর গাবতলী পশুর হাটের ইজারাদার এবং অসাধু কর্মকর্তাদের অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে তৃতীয় দিনের মত ধর্মঘট পালন করেছে মাংস ব্যাবসায়ীরা। ৬ দিনের ধর্র্মঘটের কারণে বন্ধ রয়েছে গরু ও খাসির মাংসের দোকান। তারা বলছেন, গাবতলী পশুরহাটের ইজারাদাররা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কিছু কর্মকর্তার কারনে দাম বেড়েছে খাসি ও গরুর মাংসের। এতে তাদের এ ব্যবসা ধ্বংসের মুখে পড়েছে জানিয়ে কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। আগামী শনিবারের মধ্যে দাবি মেনে নেয়া না হলে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারিও দেন তারা।