ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

পদ্মা সেতুর ষড়যন্ত্রকারীদের খুঁজতে তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ০৭:১৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৭:১৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার

পদ্মা সেতু প্রকল্প নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টি এবং ষড়যন্ত্রকারীদের খুঁজে করতে তদন্ত কমিশন গঠনে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে ২ সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। আদালতের নির্দেশ অনুযায়ী এই তদন্ত কমিটি গঠনে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে মন্ত্রিপরিষদ সচিবকে তা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। যোগাযোগ অবকাঠামো খাতে দেশের সবচে বড় প্রকল্প পদ্মাসেতুর কাজ শুরুর আগে দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগে প্রকল্পের অর্থায়ন বন্ধ করে দেয় বিশ্বব্যাংক। তাদের অভিযোগ ছিলো, কানাডাভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি লাভালিন বাংলাদেশের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার পরিকল্পনা করছিলো। সম্প্রতি কানাডারই একটি আদালতে প্রমাণ হয়, প্রকল্পে দুর্নীতির কোনো ষড়যন্ত্রই হয়নি। রায়ে বলা হয়, ফোনে আড়ি পেতে সংগ্রহ করা যেসব তথ্যের ভিত্তিতে মামলা করা হয়েছিলো, তা ছিলো পুরোটাই গুজব। এ অবস্থায় ১৪ ফেব্র“য়ারি একটি জাতীয় দৈনিকের প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে ষড়যন্ত্রকারীদের খুজতে রুল জারি করেন। ইনকোয়েরি অ্যাক্ট ১৯৫৬ অনুযায়ী তদন্ত কমিশন গঠনে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চান হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, যোগাযোগ সচিব, পুলিশ মহাপরিদর্শক এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।