ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

কলেজ গেট ভেঙ্গে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৪:১১ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

নিহতের পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন নির্বাহী অফিসার ইফফাত জাহান। ছবি: একুশে টেলিভিশন

নিহতের পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন নির্বাহী অফিসার ইফফাত জাহান। ছবি: একুশে টেলিভিশন

সিরাজগঞ্জের তাড়াশে কলেজ গেট ভেঙ্গে নিহত হওয়া পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। পরিবারগুলোকে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় প্রশাসনের পক্ষ থেকে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামের নিহত তোজাম্মেল হক, বস্তুল গ্রামের নিহত রাশেদুল ইসলামের বাড়িতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান শোকাহত পরিবারের খোঁজখবর নেন ও সমবেদনা জানান।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোকে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন। সেই সঙ্গে একটি পরিবারকে দুর্যোগ সহনীয় ঘর প্রদানের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা নুর মামুন। 

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে তাড়াশের শহীদ এম. মনসুর আলী ডিগ্রি কলেজের গেট ধসে ঘটনাস্থলেই এক শিশুসহ চার জন নিহত ও ৭ জন আহত হয়। 

বছর খানেক আগে কলেজ অধ্যক্ষ আসাদ-উদ-জামান নিম্নমানের সামগ্রী দিয়ে তোরণ নির্মাণের কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তারাশ থানায় কলেজ অধ্যক্ষকে প্রধান আসামী করে একটি মামলা করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এএইচ/