ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত : ১২:২৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১২:৩০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিছিয়ে পড়েও জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে তারা। প্রথম লেগে জিতে কোয়ার্টার ফাইনাল উঠার লড়াইয়ে এক ধাপ এগিয়ে রইলো জিনেদিন জিদানের শিষ্যরা। সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই নাপোলির উপর চড়াও হয় রিয়াল মাদ্রিদ। তবে ৮ মিনিটে ইনসিনিয়ের গোলে এগিয়ে যায় নাপোলি। ১০ মিনিট পরই বেঞ্জামার গোলে ১-১ এ সমতায় আসে রিয়াল। বিরতির পর ৪৯ ও ৫৪ মিনিটে গোল করেন টনি ক্রস  এবং কাসেমিরো।