মহাসড়কে থ্রিহুইলার যান বন্ধের দাবীতে ধর্মঘট
প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১২:৩৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
পরিবহন শ্রমিকদের মামলা প্রত্যাহার ও মহাসড়কে থ্রিহুইলার যান বন্ধের দাবীতে ধর্মঘট চলছে কুয়াকাটা-পটুয়াখালী-বরিশাল রুটে। সড়কে টোল আদায় বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট করছে ঠাকুরগাঁও বাস মালিক সমিতি।
কুয়াকাটা, পটুয়াখালী, বরগুনা ও বরিশালের লেবুখালী পর্যন্ত রুটে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে কুয়াকাটাগামী পর্যটকসহ যাত্রীরা। গেল ১২ ফেব্রুয়ারি বরগুনার আমতলী চৌরাস্তায় বাস শ্রমিক ও থ্রি হুইলার চলকদের সাথে সংঘর্ষের ঘটনায় বাস শ্রমিকদের নামে মামলা হয়। গ্রেফতার করা হয় ১৭ শ্রমিককে। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের র্ধমঘটের ডাক দেয় বাস মালিক সমিতি। এদিকে ঠাকুরগাঁওয়ে সড়কে টোল আদায়কে কেন্দ্র করে ট্রাক-ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের সাথে দ্বন্দ্বের কারণে সকাল থেকে ধর্মঘট শুরু করেছে মোটর বাস মালিক সমিতি। অভ্যন্তরীন রুটে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা।