ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

করোনা ঠেকাতে জাতীয় প্রেসক্লাব লকডাউন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫৪ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার | আপডেট: ০২:৫৯ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস থাবা বসিয়েছে বাংলাদেশেও। ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবার জাতীয় প্রেসক্লাব লকডাউন করা হয়েছে।

আগামীকাল শনিবার থেকে ৩১ মার্চ পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার সকালে প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বিশ্বের অন্তত ১৭৫টি দেশে বিস্তার হওয়া ভাইরাসটিতে বর্তমানে ২ লাখ ৩১ হাজার ২২৮ জন চিকিৎসাধীন রয়েছেন। আর এখন পর্যন্ত প্রাণহানি ঘটেছে ১০ হাজারেরও বেশি মানুষের। আর বাংলাদেশে করোনার থাবায় একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন অন্তত ১৭ জন। কোয়ারেন্টিনে ও আইসোলেশনে রয়েছেন বেশ কয়েকজন। সংক্রমণ ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান লকডাউন হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় আজ থেকে লকডাউন করা হয়েছে।

একে//