ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

সশস্ত্রবাহিনীর সদস্যদেরকে জনকল্যাণমূলক কাজে অবদান রাখার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৪০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

দেশ ও জাতির প্রয়োজনে সশস্ত্রবাহিনীর সদস্যদেরকে জনকল্যাণমূলক কাজে অবদান রাখার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দুপুরে রাজশাহীতে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটনকে সাথে নিয়ে বাংলাদেশ ইনফ্যান্টি রেজিমেন্ট সেন্টার রাজশাহী সেনানিবাসে, ১২তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ও ২য় বীর পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ ও সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকসহ উর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, দেশ ও জাতির প্রয়োজনে ভবিষ্যতেও সশস্ত্রবাহিনীর সদস্যদের জনকল্যাণমূলক কাজে অবদান রাখতে হবে। সৈনিক জীবনে শৃঙ্খলাবোধ আর অনুগত্যের কোনোই বিকল্প নেই উল্লেখ করে রাষ্ট্রপতি আরো বলেন, সেনাবাহিনীতে প্রশিক্ষনের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার। সেবা ও কর্তব্যপরায়ণতার মাধ্যমে সশস্ত্রবাহিনী এরইমধ্যে জনগণের শ্রদ্ধা, ভালবাসা এবং সমগ্র জাতির আস্থা অর্জন করেছেন বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।