ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

চট্টগ্রামের কেরোসিন তেলের দোকানে অগ্নিকাণ্ডে দোকান মালিকের মৃত্যু

প্রকাশিত : ০৬:১৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

চট্টগ্রামের বাকলিয়ায় কেরোসিন তেলের দোকানে অগ্নিকাণ্ডে দোকান মালিক পরিতোষ বড়–য়ার মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে নগরীর কেবি আমান আলী সড়কের একটি দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে দোকানটিতে আগুন লাগলে, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। তবে, আগুনে দোকানের ভেতরেই মৃত্যু হয় দোকান মালিক পরিতোষ বড়–য়ার। তার বাড়ি ফটিকছড়িতে।