ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

করোনার ৬ প্রতিষেধক আবিষ্কার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:০৫ পিএম, ২১ মার্চ ২০২০ শনিবার | আপডেট: ০২:১০ পিএম, ২১ মার্চ ২০২০ শনিবার

মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরিতে যখন গোটা বিশ্ব হিমশিম খাচ্ছে তখন এই ভাইরাসের চিকিৎসায় ৬ ওষুধ তৈরি করেছে বলে দাবি রাশিয়ার।

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন দাবি করেছেন, দেশটির ডাক্তাররা ভ্যাকসিন আবিষ্কারে কাজ চালিয়ে যাচ্ছে। করোনার প্রতিষেধক হিসেবে ছয়টি ওষুধ আবিষ্কার করেছে তারা। এখন এসব ওষুধের ওপর পরীক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, ‘দেশের গবেষকরা এগুলো খুব অল্প সময়ের মধ্যে আবিষ্কার করেছে। এক্ষেত্রে আধুনিক বায়োটেকনোলজি ব্যবহার করা হয়েছে।’

নিকট ভবিষ্যতে এ ভ্যাকসিন করোনা ভাইরাস নিরাময়ে কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত রাশিয়ায় ২৫৩ জন আক্রান্ত হয়েছে আর একজনের মৃত্যু হয়েছে। 

এদিকে, এ ভাইরাসে ২ লাখ ৭৬ হাজার ১০ জন আক্রান্ত হয়েছে। আর প্রাণহানি হয়েছে ১১ হাজার ৪০২ জনের। বাংলাদেশে এখন পর্যন্ত ২০ জন আক্রান্ত হয়েছে আর একজন মারা গেছে এ ভাইরাসে।