ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

কোয়ার্টার ফাইনালে উঠেছে জো উইলফ্রেড টি সোঙ্গা

প্রকাশিত : ০৭:৩২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৩২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

একিএন আমরো ওয়ার্ল্ড টেনিস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ৬ষ্ঠ বাছাই জো উইলফ্রেড টি সোঙ্গা। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে  মুলারকে হারান তিনি। প্রথম সেটে টি সোঙ্গার কাছে ৬-৪ গেমে হারেন মুলার। এরপর দ্বিতীয় সেটে ঘুরে দাড়াতে চেষ্টা করেন গিলেস মুলার। তবে ষষ্ঠ রাছাই টি সোঙ্গার পাওয়ার শট ও নিখুত প্লেসিং শটের সামনে কুলিয়ে উঠতে পারেননি। ৬-২ গেমে হেরে টুর্নামেন্ট ওেথকে বিদায় নেন তিনি। আর কোয়ার্টার ফাইনসালে যায়গা করে নেনজো টি সোঙ্গা।