ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৪ ১৪৩১

রাজশাহীতে করোনাশঙ্কায় নার্স হোম কোয়ারেন্টাইনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০ পিএম, ২১ মার্চ ২০২০ শনিবার

করোনাভাইরাসের উপসর্গ থাকার সন্দেহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্সকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সরঞ্জাম না থাকার কারণে চিকিৎসকেরা তাঁর পরীক্ষা করতে পারেননি।

ঢাকা থেকে বাসে ফেরার সময় তিনি ইতালি ফেরত এক প্রবাসীর সহযাত্রী ছিলেন। বাড়ি ফিরেই তাঁর জ্বর আসে। এ জন্য তিনি করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সাইফুল ফেরদৌস বলেন, ওই নার্সকে রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছিল। কিন্তু পরে তিনি নিজের ইচ্ছায় বাড়িতে ‘কোয়ারেন্টিনে’ চলে যান। 

সাইফুল ফেরদৌস বলেন, তাকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইসিডিআর) হটলাইন নম্বর দেয়া হয়েছে। এছাড়াও আইইডিসিআরে ফোন করে বলে দেয়া হয়েছে। তারাই এই রোগীর সঙ্গে যোগাযোগ করবে। আর রাজশাহীতে পরীক্ষার জন্য কিট আনতে পাঠানো হয়েছে। কিট চলে আসলে রাজশাহীতেই পরীক্ষা করা যাবে। 

এই কর্মকর্তা আরও বলেন, এই রোগীর গায়ে হামের মতো দানা দানা কিছু দেখা গেছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীর শরীরে এ রকম হয় না। তারপরও সতর্কতার জন্য তাকে আইসোলেশনে পাঠানো হয়।

কেআই/আরকে