ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

হিলি স্থলবন্দর ১৪ দিন বন্ধ রাখার দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪ পিএম, ২১ মার্চ ২০২০ শনিবার

দিনাজপুরের হিলি সীমান্ত ও স্থলবন্দর এলাকার মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে আগামী ১৪ দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দু'দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছেন হিলি পৌরসভার মেয়র।

হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, হিলি স্থলবন্দর দিয়ে গড়ে প্রতিদিন দু'শ থেকে আড়াই'শ পণ্যবাহী ট্রাক ভারত থেকে দেশে প্রবেশ করে। এসব ট্রাকের সাথে চালক ও সহকারী মিলিয়ে ৫'শ থেকে ৬'শ মানুষ দেশে প্রবেশ করে। বন্দরে তাদের স্বাস্থ্য চেকআপ করা হলেও তাদেরকে বন্দরের ভেতরেই হোমকোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা রয়েছে কিন্তু তারা সেটি করছে না। এতে করে হিলির মানুষের স্বাস্থ্য ঝুঁকি দিন দিন বেড়েই চলছে। এই বিষয়টি বিবেচনা করে যথাযথ কতৃপক্ষের নিকট আগামী ১৪ দিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান, হিলিকে করোনা ভাইরাসের প্রভাব থেকে মুক্ত রাখতে পৌরমেয়র হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধের প্রস্তাব করোনা প্রতিরোধ কমিটির সভায় পেশ করেছেন। সেই প্রস্তাব জেলা কমিটির কাছে প্রেরণ করা হবে, জেলা কমিটি সিন্ধান্ত দিলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেআই/আরকে