বিএনপিকে জঙ্গিবাদী মনোভাব ও খালেদা জিয়াকে বর্জন করতে হবে আগামী নির্বাচনে অংশ নিতে হলে
প্রকাশিত : ০৭:৩২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৩২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
আগামী নির্বাচনে অংশ নিতে হলে বিএনপিকে জঙ্গিবাদী মনোভাব ও খালেদা জিয়াকে বর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফের ১৮তম শাহাদাৎ বার্ষিকীর স্মরণ সভায় তিনি এ’কথা বলেন। তথ্যমন্ত্রী আরো বলেন, জামায়াতের সঙ্গে বন্ধুত্ব, যুদ্ধাপরাধীদের পক্ষ নেয়া ও মানুষ পুড়িয়ে মারার খেসারত বিএনপিকে দিতে হবে। এর আগে কাজী আরেফের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হাসানুল হক ইনু।