ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

এইচএসসি পরীক্ষা স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ২২ মার্চ ২০২০ রবিবার | আপডেট: ০৩:৪৭ পিএম, ২২ মার্চ ২০২০ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা ভাইরাসের কারণে আসন্ন এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটির পরবর্তী তারিখ জানানো হবে আগামী এপ্রিলের প্রথম দিকে।

আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১ এপ্রিল থেকে এ বছরের এইসএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল।  

উল্লেখ্য, ৪ মে পর্যন্ত এইচএসসির তত্ত্বীয় এবং ৫ থেকে ১৩ মে’র মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করার সূচি নির্ধারিত ছিল।

এর আগে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় উদ্ভূত পরিস্থিতিতে শনিবার এইচএসসি পরীক্ষার পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষার্থীদের বাড়িতে অবস্থান করে পরীক্ষার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

সেই সঙ্গে, গত করোনার প্রাদুর্ভাবের কারণে গত ১৬ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয় সরকার। আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

এসএ/