ঢাকা, মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪,   ভাদ্র ২৫ ১৪৩১

নোয়াখালীতে চার দোকানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ২২ মার্চ ২০২০ রবিবার

করোনা ভাইরাসকে পুঁজি করে অধিকমূল্যে চাল বিক্রির প্রচেষ্টাকে কঠোর হস্তে দমনের লক্ষ্যে নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করেছে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ র‌্যাব-১১ এর যৌথ ভ্রাম্যমাণ আদালত। 

আজ রোববার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোকনুজ্জামান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কর্মকর্তা কাউছার মিয়া এবং র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর কোম্পানী কমান্ডার এএসপি আবু ছালেহ আহমেদের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

এতে অধিক মূল্যে চাল বিক্রি ও মজুদ রাখার অপরাধে চার পাইকারি দোকানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া, একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে সাধারণ মানুষকে সঠিকমূল্যে মাস্ক ক্রয়ের সহযোগিতা করা হয়। আগামীতেও এ অভিযান পরিচালিত হবে বলে জানান জেলা নির্বাহী ম্যজিষ্ট্রেট।

এআই/